Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

জাবিতে সাংবাদিকের ওপর হামলায় গবিসাসের নিন্দা

ফায়জুন সিতু, গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৪৫ AM
আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৪৫ AM

bdmorning Image Preview


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কর্মরত চ্যানেল আই অনলাইন প্রতিনিধি মাহমুদুল হক সোহাগ ও সাংবাদিকতা বিভাগের এক ছাত্রীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা-প্রতিবাদ জানিয়েছে সাভারের গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গবিসাস)।

আজ বুধবার গবিসাসের সভাপতি মো. রিফাত মেহেদী ও সাধারণ সম্পাদক মুন্নি আক্তার স্বাক্ষরিত যৌথ বিবৃতিতে এই নিন্দা জানানো হয়। একই সঙ্গে সাংবাদিক লাঞ্চনার ঘটনায় অভিযুক্তদের অতিদ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তারা।

ঘটনার তীব্র সমালোচনা করে তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের মতো পরিসরে সাংবাদিক নির্যাতনের ঘটনা দুঃখজনক ও নিন্দনীয়। এর সঙ্গে জড়িতদের অতিদ্রুত দৃষ্টান্তমূলক কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।

উল্লেখ্য, সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুল এলাকায় দুই বহিরাগতকে ছিনতাই ও মারধরের হাত থেকে রক্ষা করতে গিয়ে মাহমুদুল হক সোহাগ ও অপর এক ছাত্রী সন্ত্রাসী হামলার শিকার হন।

Bootstrap Image Preview