Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কোটা বাতিলের সুপারিশের প্রতিবাদে রাবিতে মানববন্ধন 

আকরাম হোসাইন, রাবি প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০১৮, ১০:৪৬ AM
আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৮, ১০:৪৬ AM

bdmorning Image Preview


কোটা বাতিল নিয়ে মন্ত্রীপরিষদ সচিব ১ম ও ২য় শ্রেণিতে কোটা বাতিলের যে সুপারিশ করেছেন তার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার (২৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে রাজশাহী বিশ^বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি তারিকুল ইসলাম সভাপতিত্বে ও সংগঠনটির সাধারণ সম্পাদক ধীরাজ চন্দ্র রায়ের সঞ্চালনায় এসময় মুক্তিযোদ্ধা সন্তান অমর শুভ বলেন, প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে কোটা না রেখে ৩য় ও ৪র্থ শ্রেণিতে কোটা রেখে আমরা কি কেরানি পিয়ন পদে চাকরি করব।

যদি কোটা রাখতে হয় সবক্ষেত্রেই রাখতে হবে। বাতিল হলে সবক্ষেত্রে কোটা বাতিল চায় মুক্তিযোদ্ধা সন্তানরা।

সভাপতি তারিকুল ইসলাম মন্ত্রীপরিষদ সচিবের কোটা না রাখার সুপারিশের প্রতিবাদে ছয় দফা দাবি উত্থাপন করেন।

দাবির মধ্যে আছে, মন্ত্রীপরিষদ সচিবের কোটা বাতিলের সুপারিশ উঠিয়ে নেওয়া, মুক্তিযোদ্ধা প্রজন্মের জন্য সুনিশ্চিত চাকরির ব্যবস্থা, রাজাকারদের সম্পত্তি বাজেয়াপ্ত, রাজাকার সন্তানদের চাকুরিচ্যুত করা, মুক্তিযোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতির ব্যবস্থা, সামাজিক মাধ্যমে মুক্তিযোদ্ধাদের অবমাননার বিচার করতে হবে।

দাবি না মানা হলে আগামীতে আরো কঠোর আন্দোলন নামার হুঁশিয়ারি জানানো হয়।

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, সদস্য মনির হোসেন, নয়ন হোসেন, সাব্বির হোসেন প্রমুখ।

Bootstrap Image Preview