Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

প্রভাষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০১৮, ১০:০৮ PM
আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৮, ১০:০৮ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের হাতীবান্ধা আলিমুদ্দিন সরকারি কলেজের প্রভাষক শরিফুল ইসলাম খন্দকার মনির বিরুদ্ধে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে।

বুধবার (২৬ সেপ্টেম্বর) বিকালে এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে হাতীবান্ধা থানায় একটি মামলা দায়ের করেন।

প্রভাষক শরিফুল ইসলাম মনি ওই উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়নের প্রান্নাথ পাটিকাপাড়া এলাকার আব্দুল জব্বার খন্দকারের পুত্র ও ওই কলেজের অনার্স শাখার হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক বলে জানা গেছে।

ভুক্তভোগী ওই ছাত্রীর বাড়ি প্রভাষক মনির বাড়ির পাশে। এ ছাড়া ওই ছাত্রীর ছবি ফেসবুকে ছড়িয়ে দেয়ার অপরাধে তথ্য প্রযুক্তি আইনে আরও একটি মামলা দায়েরের অনুমতি চেয়ে পুলিশের হেড কোয়ার্টারে আবেদন করেছে হাতীবান্ধা থানা পুলিশ।

ছাত্রীর বাবা বলেন, প্রভাষক শরিফুল ইসলাম খন্দকার মনি বেশ কিছুদিন ধরে আমার মেয়েকে প্রাইভেট পড়াতেন। এই সুযোগে বিভিন্ন সময় কু-প্রস্তাবের পাশাপাশি বিয়ের প্রলোভন দেখিয়ে আমার মেয়েকে যৌন নিপীড়ন করে আসছেন। আমার মেয়ে প্রথমে বিষয়টি আমার স্ত্রীকে জানায়। পরে আমি স্ত্রীর কাছে পুরো বিষয়টি জানতে পাই। ওই প্রভাষকের সাথে আমার মেয়ের একটি ছবি ফেসবুকে এসেছে। আমি বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি।

এ বিষয়ে প্রভাষক শরিফুল ইসলাম খন্দকার মনি যৌন নিপীড়নের অভিযোগ অস্বীকার করে বলেন, ওই মেয়ে আমার প্রাইভেট ছাত্রী হলেও সম্পর্কে ভাতিজি হয়। ২ বছর আগের একটি ছবি ইডিটিং করে ফেসবুকে দেয়া হয়েছে।

হাতীবান্ধা আলিমুদ্দিন সরকারি কলেজের অধ্যক্ষ সরওয়ার হায়াত খান জানান, বিষয়টি লোকমুখে শুনেছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক জানান, শরিফুল ইসলাম খন্দকার মনি নামে এক প্রভাষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা দায়ের হয়েছে। পাশাপাশি ওই ছাত্রীর ছবি ফেসবুকে ছড়িয়ে দেয়ার অপরাধে তথ্য প্রযুক্তি আইনে আরও একটি মামলা দায়েরের অনুমতি চেয়ে পুলিশের হেড কোয়ার্টারে আবেদন করা হয়েছে।

Bootstrap Image Preview