নিজের গুলিতে আহত হয়েছেন ভারতীয় বিমান বাহিনীর উপপ্রধান এয়ার মার্শাল এস বি ডিও। ভুলবশত তিনি তার উরুতে গুলি ছুঁড়েছেন বলে জানা গেছে।
জানা যায়, বিমানবাহিনীর উপপ্রধান এয়ার মার্শাল এস বি ডিওকে নয়াদিল্লির একটি সামরিক হাসপাতালে নেয়া হয়। সেখানে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল।
চলতি বছরের জুলাইয়ে ভারতীয় বিমান বাহিনীর উপপ্রধান হিসেবে দায়িত্ব নেন তিনি। ১৯৭৯ সালের ১৫ জুন ভারতীয় বিমানবাহিনীর যুদ্ধ বিমানের পাইলট হিসেবে কমিশন পান এয়ার মার্শাল ডিও।