Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিমানবন্দরে কার্গো ভ্যানএর ধাক্কায় ক্ষতিগ্রস্ত নভোএয়ারের বিমান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০১৮, ১১:২৪ AM
আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৮, ১১:২৪ AM

bdmorning Image Preview


বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি টোয়িং (কার্গো ভ্যান) ট্র্যাক্টরের আঘাতে নভোএয়ারের একটি বিমানের জানালা ও বডি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে এতে মেরামত না করা পর্যন্ত এটিআর ৭২-৫০০ উড়োজাহাজটি উড্ডয়ন করা যাবে না

বৃহস্পতিবার ভোরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বে-১২-এ ঘটনা ঘটে । বিমানের গ্রান্ড সার্ভিস স্টাফ আসাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানতে চাইলে নভোএয়ারের কর্মকর্তা নিলাদ্রী জানান, জাহাজের জানালা ও ‘বডি’ ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিমান থেকে কোনো ক্ষতিপুরণ চাওয়া হবে কি না এ প্রশ্নের জবাবে তিনি জানান, ঊধ্বতন কর্মকর্তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

এরআগে গতকালই সামনের নোজ হুইল কাজ না করায় পেছনের চাকার ওপর ভর করে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কক্সবাজারগামী ইউএস-বাংলার একটি ফ্লাইট। পাইলটের দক্ষতায় বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান ওই বিমানের ১৭১ আরোহী।

Bootstrap Image Preview