Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চুনারুঘাটে অষ্টম শ্রেণির ছাত্র নিখোঁজ

আজিজুল ইসলাম সজীব,হবিগঞ্জ প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০১৮, ১২:১৩ PM
আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৮, ১২:১৩ PM

bdmorning Image Preview


হবিগজ্ঞের চুনারুঘাটে অষ্টম শ্রেণির মাদ্রাসার ছাত্র আব্দুল নবী সেবক (১৫) দুইদিন ধরে নিখোঁজ রয়েছে।

সে উপজেলা সদর ইউনিয়নের দক্ষিণ নরপতি গ্রামের আব্দুল কুদ্দুছ মিয়ার ছেলে। সেবক গোগাউড়া দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র।

নিখোঁজের দুই দিন পর বুধবার (২৬ সেপ্টেম্বর) সেবকের পিতা চুনারুঘাট থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। জিডি নং১২৮৯।

জিডি সূত্রে জানা যায়, সোমবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৯টায় প্রতিদিনের ন্যায় সেবক গোগাউড়া দাখিল মাদ্রাসার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যায়।

পরে বিকাল ৪টায় মাদ্রাসার ছুটির পর বাড়ি না আসায় মাদ্রাসার এবং তার আত্মীয়-স্বজনসহ সব জায়গায় খুঁজাখুঁজি করে পাওয়া যায়নি। নিখোঁজ ছাত্রের মোবাইল মাঝে মাঝে খোলা পাওয়া গেলেও ফোন রিসিভ করা হয় না।

গত দুই দিন অনেক খুঁজাখুঁজি করে না পেয়ে থানায় জিডি এন্ট্রি দায়ের করেন সেবকের পিতা আব্দুল কুদ্দুছ।

Bootstrap Image Preview