Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

টেকনাফে আইনশৃংখলা চোরাচালান ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

জাহাঙ্গীর আলম, টেকনাফ প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০১৮, ০৫:২১ PM
আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৮, ০৫:২১ PM

bdmorning Image Preview


টেকনাফে উপজেলা মাসিক আইন শৃংখলা চোরাচালান ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভাটি বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান জাফর আহমদ, সভাপতি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: রবিউল হাসান, টেকনাফ মডেল থানার অপারেশন ওসি ইবনে শরীফ, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি, পৌর মেয়র হাজ্বী মো: ইসলাম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সুমন বড়ুয়া, ইউপি চেয়ারম্যান এস কে আনোয়ার, ইউপি চেয়ারম্যানগণ, প্রশাসনের কর্মকর্তাগণ ও আইন শৃংখলা কমিটির লোকজন ও গোয়েন্দা সংস্থাসহ কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

সভায় পৌর মেয়র বলেন, সামনে আমি যানজট কমানোর জন্য বাসস্টেশন নতুন টার্মিনালে স্থানান্তর করতে চাই। তাই আমি সকলের সহযোগীতা কামনা করি।

উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ইউএনও বলেন, মাদকের দূর্নাম ঘোচাতে আপনারা এলাকার মাদক পাইকারী ও খুচরা বিক্রেতা গড ফাদারদের, অস্ত্র ব্যবসায়ীদের সহ সকল অবৈধ ব্যবসায়ীদের নাম আজকেই তালিকা করে প্রশাসনকে দিয়ে দিন।

অবশেষে সভায় টেকনাফ উপজেলা নির্বাহী অফিসারের সিদ্ধান্ত যেমন মাদক পাইকারী ও খুচরা বিক্রেতাদের, অস্ত্র ব্যবসায়ীদের সহ সকল অবৈধ ব্যবসায়ীদের তালিকা প্রশাসনকে প্রদান, যানজট কমানোর জন্য বাসস্টেশন নতুন টার্মিনালে স্থানান্তরসহ বিভিন্ন বিষয়ে সিধান্ত গ্রহণ শেষে সভার সমাপ্তি ঘোষণা করা হয়

Bootstrap Image Preview