Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

দিনাজপুরের মহিলা শ্রমিকের সঞ্চয়ের চেক বিতরণ

সৈয়দ রোকনুজ্জামান রোকন, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০১৮, ০৬:০২ PM
আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৮, ০৬:০২ PM

bdmorning Image Preview


দিনাজপুরের নবাবগঞ্জে পল্লী কর্মস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি-২ এর আওতায় ৯০ জন মহিলা শ্রমিকের সঞ্চয়ের চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা দফতরের আয়োজনে প্রধান অতিথি হিসেবে শ্রমিকদের হাতে চেক তুলে দেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মশিউর রহমান, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম, উপজেলা প্রকৌশলী মোঃ আঃ কুদ্দুস, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ আমজাদ হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান মানিক, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শাহিনুর রহমান সবুজ প্রমুখ।

উপজেলা ৯টি ইউনিয়নের ৯০ জন মহিলা শ্রমিকের মাঝে প্রায় ৬৭ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে বলে উপজেলা প্রকৌশলী জানান।

Bootstrap Image Preview