Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বঙ্গবন্ধু গোল্ডকাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০১৮, ১০:২৫ AM
আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০১৮, ১০:২৫ AM

bdmorning Image Preview


বড় পরিবর্তনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছে জাতীয় দলের কোচ জেমি ডে। বৃহস্পতিবার সকালের অনুশীলন সেশন শেষেই দল চূড়ান্ত করেন এই বৃটিশ কোচ। দুপুরে দল জমা দেন বাফুফের কাছে। সাফ চ্যাম্পিয়নশিপের দলের ৭ জনকে দেখা যাবে না বঙ্গবন্ধু গোল্ডকাপে।

এদিকে, সাফ চ্যাম্পিয়নশিপের দলে জায়গা না পাওয়া জাফর ইকবাল বঙ্গবন্ধু গোল্ডকাপের দলে আছেন আর আলোচিত গোলরক্ষক শহিদুল আলম সোহেলকে আগেই বাদ দিয়েছিলেন কোচ।

বঙ্গবন্ধু গোল্ডকাপে বাংলাদেশ স্কোয়াড

গোলরক্ষক: আশরাফুল ইসলাম রানা, আনিসুর রহমান জিকো, রাসেল মাহমুদ লিটন।

ডিফেন্ডার: ওয়ালি ফয়সাল, ইয়াসিন খান, বিশ্বনাথ ঘোষ, তপু বর্মন, রহমত মিয়া, টুটুল হোসেন বাদশা।

মিডফিল্ডার: মামুনুল ইসলাম, ইমন মাহমুদ বাবু, বিপলু আহমেদ, আতিকুর রহমান ফাহাদ, জামাল ভুঁইয়া, মাসুক মিয়া জনি।

উইঙ্গার: রবিউল হাসান, জাফর ইকবাল, ইব্রাহিম।

ফরোয়ার্ড: মাহবুবুর রহমান সুফিল, মতিন মিয়া, তৌহিদুল আলম সবুজ, জাভেদ খান, নাবীব নেওয়াজ জীবন।

Bootstrap Image Preview