Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ধামরাইয়ে মাদক ও বাল্যবিবাহকে না বললেন ২ শতাধিক প্রবীণ

নারী ডেস্ক
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০১৮, ১১:৩৪ AM
আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০১৮, ১১:৩৪ AM

bdmorning Image Preview


রাজধানীর ধামরাইয়ে মাদক ও বাল্যবিবাহকে না বললেন দুই শতাধিক প্রবীণ।

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ধামরাইয়ের সুতিপাড়া ফার্মার্স ট্রেনিং সেন্টারে প্রবীণদের জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় বেসরকারি সামাজিক উন্নয়ন সংস্থা এসডিআইয়ের উদ্যোগে অসচ্ছল দুই শতাধিক প্রবীণদের মাসিক ভাতা, ভরণ-পোষণ ও অতি বয়স্ক প্রবীণদের হুইল চেয়ার প্রদান অনুষ্ঠানে প্রবীণরা এ মাদক ও বাল্যবিবাহকে না বলেন।

এসডিআইয়ের নির্বাহী পরিচালক সামছুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম। বিশেষ অতিথি ছিলেন ধামরাই থানার ওসি (তদন্ত) আসিকুজ্জামান, সূতিপাড়া ইউপি চেয়ারম্যান রেজাউল করিম রাজা, প্রবীণ মুক্তিযোদ্ধা সাহেব আলী, এসডিআই কর্মকর্তা আশরাফ উদ্দিন, সোহেলিয়া নাজনীন হক, আবু বকর হাজারী প্রমুখ।

Bootstrap Image Preview