Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রাজশাহীতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মাদক বিক্রেতা নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০১৮, ১২:১২ PM
আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০১৮, ১২:১২ PM

bdmorning Image Preview


রাজশাহীর পবা উপজেলায় র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনায় এক মাদকবিক্রেতা নিহত হয়েছেন। এছাড়া সেসময় বিপুল পরিমাণ মাদক, অস্ত্র ও গুলি জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার আফি নেপাল পাড়ায় এ ঘটনা ঘটে। নিহতের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি।

এ বিষয়ে র‍্যাব-৫ এর উপ-অধিনায়ক মেজর এএফএম আশরাফুল ইসলাম জানান, ঘটনার পর গুলিবিদ্ধ ওই মাদকবিক্রেতাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ বর্তমানে রামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এছাড়া এ ব্যাপারে পরে আরও বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

Bootstrap Image Preview