Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ইরানের গোপন পারমাণবিক অস্ত্র ভাণ্ডার আছে: দাবি ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০১৮, ০৪:৫৩ PM
আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০১৮, ০৪:৫৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ইরানের গোপন পারমাণবিক অস্ত্রভাণ্ডার আছে বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

গতকাল বৃহস্পতিবার জাতিসংঘের সাধারন সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমি যে বিষয়ে বলছি আগে তা কখনো বলেনি। আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরান গোপনে পারমাণবিক অস্ত্রভাণ্ডার আছে। তেহরানে ইরান অনেক গোপনীয়তার সঙ্গে পারমাণবিক অস্ত্র উৎপাদন করছে। সেখানে তাদের বিপুল পরিমাণে অনেক শক্তিশালী পারমাণবিক অস্ত্র মজুদ আছে। তারা অস্ত্র বানানো অব্যাহত রেখেছে।

তিনি আরও বলেন, ইরানের এসব ব্যাপারে আমরা এ বছরের মে মাসেই বলেছিলাম। আজকে আবারও বলছি, কোথায় তারা এসব অস্ত্র ভাণ্ডার মজুদ রেখেছে সেটাও বলছি। তেহরানের শোরাবাদ জেলায় তাদের এ অস্ত্রভাণ্ডার বলে তিনি অভিযোগ করেন।

বেঞ্জামিন এসব অভিযোগ করলেও সুলিখিত কোন প্রমাণ দিতে পারেননি।

Bootstrap Image Preview