জাতিসংঘের সাধারণ পরিষদে নিজের গুণ গাইতে গিয়ে সবার হাসির পাত্র হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের কাছে দাবি করেছিলেন, বিষয়টা তিনি অতটা আমলে নেননি।
কিন্তু কথার সুর পাল্টাতে সময় নিলেন না। ট্রাম্প নতুন করে দাবি করলেন, তাকে নিয়ে হাসাহাসি হয়নি। উপস্থিত সবাই তার সঙ্গে হেসেছেন।
এর আগে গত মঙ্গলবার জাতিসংঘের বার্ষিক সাধারণ সভায় ভাষণ দিতে গিয়ে নিজের আত্মপ্রচার শুরু করেন ট্রাম্প। বলতে থাকেন, ‘দক্ষতা ও ক্ষমতার বিচারে আমাদের সেনা এখন সর্বকালের সেরা। আর তাছাড়া দু’বছরেরও কম সময়ে আমার সরকার যা করেছে, আমেরিকার ইতিহাসে কোনও প্রশাসনই তা করতে পারেনি।’ পুরো কথা শেষ হওয়ার আগেই সভায় হাসির রোল ওঠে। অনেককে মুখ টিপেও হাসতে দেখা যায়। সাংবাদিকদের সামনে ট্রাম্পকে বলতে শোনা গিয়েছিল, ‘এমন প্রতিক্রিয়া আশা করিনি, তবে ঠিক আছে।
এ ঘটনা সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়তে হইচই শুরু হয়ে যায়। এ ব্যাপারে সাংবাদিকদের কাছে দাবি করেন, তারা আমাকে নিয়ে হাসেনি। আসলে আমার সঙ্গে হেসেছিল।
কিন্তু তাহলে খবরে যা দেখানো হল, সেটা কি মিথ্যে? এ প্রশ্নের উত্তরে ট্রাম্পের দাবি, সব ভুয়া খবর। ভুয়া খবরে বলা হচ্ছে, আমি সবার হাসির পাত্র হয়েছি। কিন্তু সেটা ঠিক নয়। সবাই আমার সঙ্গে ভাল সময় কাটিয়েছে। আমরা একসঙ্গেই মজা করেছি।