Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ইন্দোনেশিয়া ভয়াবহ ভূমিকম্পের পর সাড়ে ছয় ফুটের সুনামি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০১৮, ১০:৩৬ PM
আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০১৮, ১০:৩৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ইন্দোনেশিয়ায় সুলাবেসি দ্বীপে শক্তিশালী ভূমিকম্পের পর এবার প্রায় সাড়ে ছয় ফুট উচ্চতার সুনামি আঘাত হেনেছে।

শুক্রবার সন্ধ্যায় দেশটির মধ্যাঞ্চলের দ্বীপ সুলাওয়েসীতে শক্তিশালী এ সুনামি আঘাত হানে।

এ বিষয়ে টুইটারের একটি ভিডিওতে দেখা গেছে, বিশাল উচ্চতার সুনামি ওই এলাকার স্থাপনাগুলো মুহূর্তেই ধ্বংস করে দিচ্ছে। এছাড়াও একটি মসজিদ ভেঙ্গে পড়তে দেখা যায়। কর্মকর্তারা জানিয়েছেন, সুনামির আঘাত ভবন ধস ও নৌযান ভাসিয়ে নিয়েছে। তবে এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

ইন্দোনেশিয়ার আবহাওয়া ও ভূপ্রকৃতিবিদ্যা বিভাগের প্রধান বলেন, পালুতে সুনামি আছড়ে পড়ার খবর তারা পেয়েছেন। ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটার শক হয়। এরপরই সুনামি আছড়ে পড়ে। তিনি বলেন, সুনামিটি ছিল দেড় থেকে দুই মিটারের। তা শেষ হয়ে গেছে। পরিস্থিতি এখনও বিশৃঙ্খল। মানুষজন রাস্তায় দৌড়াদৌড়ি করছে। ভবন ধসে পড়েছে এবং নৌযান সাগরে ভেসে গেছে।

এর আগে স্থানীয় সময় বিকেল ৫টা ২ মিনিটে সুলাওয়েসী প্রদেশের পালু শহরের ৭৮ কিলোমিটার উত্তরে ৭.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভুমিকম্পের পর দেশটিতে সুনামি সতর্কতা জারি করে কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, ভূমিকম্পপ্রবণ দেশগুলোর প্রথম সারিতে রয়েছে ইন্দোনেশিয়া। মাঝেমধ্যেই ভূমিকম্প কাঁপিয়ে দিয়ে যায় এ দ্বীপ রাষ্ট্রকে।

২০০৪ সালে ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চলীয় সুমাত্রা দ্বীপে বড় ধরনের ভূমিকম্প এবং এর জেরে অন্তত ১৩ টি দেশে সুনামি আছড়ে পড়ে সব মিলিয়ে দুই লাখ ২৬ হাজার মানুষের মৃত্যু হয়েছিল। শুধু ইন্দোনেশিয়াতেই মারা গিয়েছিল এক লাখ ২০ হাজার মানুষ।

Bootstrap Image Preview