Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

দশ টাকা পেলে সেটাও কয়জনে দেয়! তাকে অসংখ্য ধন্যবাদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০১৮, ১০:৫৮ PM
আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০১৮, ১০:৫৮ PM

bdmorning Image Preview


রাঙ্গামাটি শাখা সোনালী ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর বাড়তি টাকা ফেরত দিয়ে সততার পরিচয় দিয়েছেন লংগদু উপজেলার মৎস্য অফিসের কর্মচারী মো. নাছির উদ্দিন সোহেল।

নাছির উদ্দিন সোহেল সরকারি চাকরির পাশাপাশি একজন ক্রীড়াবিদও। তিনি কনফিডেন্স ক্রিকেট একাডেমির পরিচালক এবং রাঙ্গামাটি জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।

নাছির উদ্দিন সোহেল বলেন, বৃহস্পতিবার দুপুরে আমি ব্যাংক থেকে ৪০ হাজার টাকার একটি চেকের মাধ্যমে টাকা উত্তোলন করেছিলাম। পরে দেখি সেখানে ৫০ হাজার টাকা রয়েছে। ক্যাশিয়ার হয়তো ভুল করে ১০ হাজার টাকা বেশি দিয়ে ফেলেছিলেন। তাই আমি ব্যাংকে গিয়ে পুনরায় বাড়তি ১০ হাজার টাকা ফেরত দিয়ে এসেছি।

রাঙ্গামাটি সোনালী ব্যাংকের ম্যানেজার (সিনিয়র প্রিন্সিপাল অফিসার) মোহাম্মদ আমীর আজীম বলেন, এ ধরণের ভুল হওয়ার কথা নয়। তবুও মানুষের তো ভুল হতেই পারে। আমাদের ভুল হয়েছে কিন্তু তিনি যে পুনরায় এ টাকা ফেরত দিয়ে গেছেন এতে করে তিনি সততার পরিচয় দিয়েছেন। বর্তমান যুগে দশ টাকা পেলে সেটাও কয়জনে দেয়! তাকে অসংখ্য ধন্যবাদ।

Bootstrap Image Preview