সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নুর বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন স্বয়ংসম্পূর্ণ নারী। তিনি ধীরে ধীরে নিজের এই সত্তাকে তৈরি করেছেন। পরিবারের সকলকে হারিয়েও নিজের তথা গোটা জাতির হাল ধরেছিলেন এই সাহসী কন্যা। অথচ আজ তিনি সমগ্র পৃথিবীর জন্য 'মাদার অফ হিউম্যানিটি'। শেখ হাসিনার কোন বিকল্প নেই থাকতে পারে না।
আজ শুক্রবার বিকেল ৪ টায় ধাণমণ্ডির বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গনে বাংলার মুখ কেন্দ্রীয় সংসদের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২ তম জন্মদিন উপলক্ষে আয়োজিত 'শ্রদ্ধা আয়োজন' অনুষ্ঠানে এসব কথা বলেন আসাদুজ্জামান নুর।
প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু ক্ষমতায় থাকা অবস্থায় মাত্র ৩ বছরে বাংলাদেশ একটি স্বল্প উন্নত দেশের কাতারে নিজের নাম লিখিয়েছিল। অথচ বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশ বানাতে আমাদের লেগে গিয়েছে ১০ বছর। সেটাও সম্ভব হয়েছে শুধুমাত্র আমাদের জননেত্রীর হাতের ছোঁয়ায়। বঙ্গবন্ধু থাকলে হয়ত এতোদিনে আমরা একটি উন্নত রাষ্ট্র হয়ে যেতে পারতাম। আমরা যেখানে উন্নয়নের জোয়ারে দেশকে ভাসিয়ে নিতে চাইছি, সেখানেই আমাদের বিরোধী দল গণতন্ত্রের নামে ধর্মতন্ত্র চালিয়ে যাচ্ছে। অথচ পৃথিবীর কোনো দেশ ধর্মতন্ত্রে বিশ্বাস করে না।
তিনি বলেন, প্রান্তিক অঞ্চলগুলোতে এখন কোন মন্দা নেই। না খেয়ে মারা যাচ্ছে না দেশের খেটে খাওয়া মানুষ বরং সকলের সাধ্যের ভেতর পৌছে গিয়েছে প্রযুক্তি। বাংলাদেশ এখন ডিজিটাল নয় বরং ডেল্টা যুগের দিকে এগিয়ে যাচ্ছে। তাই শেখ হাসিনাকে জয়ী করতে না পারলে পিছিয়ে পরবে দেশের সকল মানুষ।
বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানটিতে সংগীত পরিবেশন করেন রাজিয়া সুলতানা মুন্নি, টুনটুন বাউল, ফকির সফী মণ্ডলসহ প্রমুখ।
বাংলার মুখ সংগঠনের সভাপতি সাইফুল আজম বাশারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক বাবু অসীম কুমার উকিল, ঢাকা-১০ এর সাংসদ ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস, শিক্ষাবিদ ও নাট্য ব্যাক্তিত্ব ড. ইনামুল হক, চিত্রনায়ক ফারুক ( জনাব আকবর হোসেন পাঠান) এবং প্রমুখ।