Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

যমুনা নদীতে সর্বস্ব হারানো পরিবারকে অর্থ দান

ইদ্রিস আলী, চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০১৮, ০১:১৪ PM
আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৮, ০১:১৯ PM

bdmorning Image Preview


সিরাজগঞ্জের চৌহালীতে যমুনার দূর্গম চরে নৌকায় ভোট চাইলেন মীর মোশারফ হোসেন ৷

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে চৌহালীতে এসে পৌঁছে যমুনা নদীতে সর্বস্ব হারানো অসহায় ১৮ পরিবারের মাঝে ব্যক্তিগত তহবিল হতে ৫ হাজার টাকা করে দান করেন ৷

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২ তম জন্মদিন উপলক্ষে খাষকাউলিয়া সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসা মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলে যোগদান করেন৷

বিকালে ঘোরজান ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে মতবিনিময় সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামান মন্টুর সভাপতিত্বে নুর মোহাম্মদ চৌধুরী সন্জুর পরিচালনায় বক্তব্য রাখেন তিনি৷

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক সরকার, সাবেক সভাপতি আলহাজ্ব হজরত আলী মাস্টার, সহ সভাপতি আঃ রশিদ বাবুল, ডাঃ জাহাঙ্গীর আলমসহ প্রমুখ ৷

প্রধান অতিথির বক্তব্যে মীর মোশারফ হোসেন বর্ণাঢ্য রাজনৈতিক জীবন তুলে ধরে বলেন, সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে নৌকার পক্ষে কাজ করতে হবে।

পরে স্থানীয় নেতাদের দাবির প্রেক্ষিতে মুরাদপুরে একটি দলীয় কার্যালয় স্থাপনে আশ্বাস দেন তিনি৷

Bootstrap Image Preview