Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বাসচাপায় একাত্তর টিভির কর্মকর্তা নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০১৮, ০২:০৯ PM
আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৮, ০২:০৯ PM

bdmorning Image Preview


রাজধানীর জাহাঙ্গীর গেটে বাসের চাপায় আনোয়ার হোসেন (৪০) নামে একাত্তর টিভির এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। তিনি ওই টেলিভিশনের বিপণন বিভাগের কর্মকর্তা ছিলেন বলে জানা গেছে।

শনিবার সকাল ১০টার দিকে সেনানিবাস সংলগ্ন জাহাঙ্গীর গেইট এলাকায় দুর্ঘটনায় ঘটে।

ডিএমপির মিরপুর জোনের সহকারী কমিশনার (এসি) সৈয়দ মামুন মোস্তফাজানান, ‘ভিআইপি পরিবহণের একটি বাস পেছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এসময় আনোয়ার হোসেন মোটরসাইকেল নিয়ে রাস্তায় পরে যান। পরে বাসের দুটি চাকা তার পায়ের উপর দিয়ে চলে যায়। তাৎক্ষনিক তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। আমরা বাসের চালক ও বাসটি জব্দ করেছি।’

কাফরুল থানার এসআই আবুল কালাম আজাদ বলেন, যাত্রীবাহী একটি বাস মোটর সাইকেল আরোহী আনোয়াকে চাপা দিয়েছিল।

গুরুতর আহত অবস্থায় আনোয়ারকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার দুটি পা বাসের চাকার নিচে পড়েছিল।

কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক লে. কর্নেল মো. ছগির মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সাড়ে দশটার দিকে তাকে আমাদের হাসপাতালে আনা হয়েছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় ১২টা ৪০ মিনিটে তিনি মারা যান।

Bootstrap Image Preview