Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চৌহালীতে নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ

ইদ্রিস আলী, চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০১৮, ০৫:৩৪ PM
আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৮, ০৫:৩৪ PM

bdmorning Image Preview


সিরাজগঞ্জের চৌহালী উপজেলার পশ্চিম জোতপাড়া গ্রামে আকস্মিক যমুনা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত ১৮টি পরিবারকে নগদ ৬ হাজার টাকা ও ২ বান্ডিল ঢেউটিন বিতরণ করা হয়েছে।

আজ শনিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুর রহমানের তত্ত্বাবধানে চৌহালী সরকারি কলেজ মাঠে এ নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মোঃ ফিরোজ মাহমুদ, জেলা প্রশাসকের কার্যলয়ের সহকারি কমিশনার মোঃ মামুনুল হক, জেলা ত্রাণ ও পুর্ণবাসন কর্মকর্তা মোঃ আব্দুর রহিম, চৌহালী থানা অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম, ওসি তদন্ত হাসিবুল্লাহ হাসিব, জেলা পরিষদের সদস্য রফিকুল ইসলাম গনি মোল্লা, জনতা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোল্লা বাবুল আক্তার, চৌহালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল হাসান।

এরপর উপস্থিত সকলে ভাঙ্গন কবলিত এলাকা, জনতা উচ্চ বিদ্যালয় এবং কে.কে. পশ্চিম জোতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলে তাদের সান্তনা দেন।

Bootstrap Image Preview