Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কবির আল মাহমুদ অল ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক

কবির আল মাহমুদ, মাদ্রিদ, (স্পেন) প্রতিনিধি
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০১৮, ০২:২৮ PM
আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৮, ০২:৪৬ PM

bdmorning Image Preview


মাদ্রিদে সাংবাদিক কবির আল মাহমুদ অল ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক নির্বাচিত হওয়ায় সংবর্ধনা দিয়েছে স্পেন প্রবাসী বাংলাদেশিদের অন্যতম প্রধান সংগঠন হবিগঞ্জ জেলা এসোসিয়েশন।

গত বুধবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাঙালি অধ্যুষিত লাভাপিয়েসের বাংলা টাউন রেস্টুরেন্টে হবিগঞ্জ জেলা এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা কমিউনিটি নেতা সোহেল আহমদ সামসুর সভাপতিত্বে ও সাবেক সাধারন সম্পাদক মাহবুবুর রহমান ও সায়াদ মিয়ার যৌথ সঞ্চালনায় আয়োজিত সংগঠনের নব গঠিত কমিটির পরিচিতি সভায় এ সংবর্ধনা দেয়া হয়।

এ সময় বক্তব্য রাখেন, নব নির্বাচিত সভাপতি আলী হোসাইন চৌধুরী, সাধারন সম্পাদক মিজানুর রহমান স্বপন চৌধুরী, স্পেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু জাফর রাসেল, গ্রেটার সিলেট এসোসিয়েশন স্পেনের আন্তর্জাতিক সম্পাদক আসাদ আলী প্রমুখ।

এ সময় তারা বলেন, কবির আল মাহমুদ একজন দক্ষ ও পরিশ্রমী সাংবাদিক। তার যোগ্যতা তাকে এমন দায়িত্ব এনে দিয়েছে যা সত্যিই আমাদের জন্য গৌরবের।

অনুষ্ঠানে বক্তারা সংবর্ধিত সাংবাদিক কবির আল মাহমুদের পেশাদারিত্বের প্রশংসা করে বলেন, কবির তার নিজের মেধা ও কর্মকান্ডের মাধ্যমে ইউরোপের মিডিয়াতে তার স্থান অর্জন করে নিয়েছেন। বক্তারা তার আরো সফলতা কামনা করে বলেন, আগামীতে আন্তর্জাতিক মিডিয়াতেও তিনি স্থান করে নেবেন।

Bootstrap Image Preview