Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চান্দিনায় ‘মা’ সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০১৮, ০৫:৫১ PM
আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৮, ০৫:৫১ PM

bdmorning Image Preview


কুমিল্লার চান্দিনায় শতভাগ ভর্তি, ঝরে পড়া রোধ ও মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মাধাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই বিদ্যালয়ের শিক্ষার্থী, মা ও অভিভাবকদের নিয়ে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি চন্দন সাহার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ, এমপি।

বিশেষ অতিথির বক্তৃতা করেন চান্দিনা পৌর মেয়র মফিজুল ইসলাম, মাধাইয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অহিদ উল্লাহ, উপজেলা শিক্ষা অফিসার কেএইচএম শাহরিয়ার রশিদ, উপজেলা আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন আহমেদ আলম, আহমেদ খালেদ, মোখলেছুর রহমান দুলু, প্রধান শিক্ষক মনিরুজ্জামান প্রমুখ।

Bootstrap Image Preview