Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শাবিতে কুমিল্লা স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশনের নবীনবরণ অনুষ্ঠিত

আরাফ আহমদ,শাবি প্রতিনিধি: 
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০১৮, ১০:১৯ PM
আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৮, ১০:১৯ PM

bdmorning Image Preview


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত কুমিল্লা জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘কুমিল্লা স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন, সাস্ট’ এর নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. কবির হোসেন। বিশেষ অতিথি হিসেবে স্কুল অব এগ্রিকালচার এন্ড মিনারেল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন, অধ্যাপক ড. রোমেল আহমেদ, সহযোগী অধ্যাপক ওমর ফারুক, সহযোগী অধ্যাপক আবু সাঈদ আরেফিন খান নোবেল, সহকারী অধ্যাপক আফজাল হোসেন, প্রভাষক ড. নিজাম উদ্দিন সোহেল, আশিষ কুমার বণিক, মনিরুজ্জামান মনির, সাইফ উজ্জামান সুমন, সোলাইমান হোসেন, নুজহান নূরী সুলতানা, আরিফ আহাম্মেদ প্রমূখ উপস্থিত ছিলেন।

সংগঠনের সভাপতি আরিফুল রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সেলিম রেজার উপস্থাপনায় অনুষ্ঠানে সকল নবীন শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে বরণ করে নেয়া হয়। এসময় শাবিতে অধ্যায়নরত কুমিল্লা জেলার সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview