Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মোহাম্মদপুরে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ অক্টোবর ২০১৮, ০৩:৫৫ PM
আপডেট: ০১ অক্টোবর ২০১৮, ০৩:৫৫ PM

bdmorning Image Preview


রাজধানীর মোহাম্মদপুর বেরীবাধে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা এক শিশু নিহত হয়েছে। তার বয়স আনুমানিক ৫ বছর।

আজ সোমবার সকাল সাড়ে ৭ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিয়ে আসা পথচারী মিজানুর রহমান জানান, মোহাম্মদপুর ঢাকা উদ্দ্যান সংলগ্ন বেরীবাধের রাস্তায় কোনো যানবাহনের ধাক্কায় আহত অবস্থায় পড়ে ছিলো ওই শিশু। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়।

তার নাম পরিচয় কিছু জানাতে পারেনি কেউ। তার পরনে ছিলো শুধু একটি প্যান্ট।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়না তদন্তের জন্য লাশটি মর্গে রাখা হয়েছে।

Bootstrap Image Preview