"মানবাধিকার প্রতিষ্ঠায় প্রবীণদের স্মরণ পরম শ্রদ্ধায়" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বান্দরবানে পালিত হল আন্তর্জাতিক প্রবীণ দিবস ১৮।
দিবসটি উপলক্ষে সোমবার সকালে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয় হতে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুন:রায় একই স্থানে এসে শেষ হয়। র্যালীতে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে বিভিন্ন প্রবীন ব্যক্তিত্বরা অংশ নেয়। এছাড়াও সূর্য্যরে হাসি ক্লিনিক এর সৌজন্যে প্রবীণদেরকে বিনামূল্যে স্বাস্থ্য সেবা দেওয়া হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা আনুষ্ঠিত হয়। প্রবীণ হিতৈষী সংঘ, বান্দরবানের সভাপতি মো: বাদশা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: দাউদুল ইসলাম। এসময় অন্যান্যদের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো: আবু হাসান সিদ্দিক, সহকারী কমিশনার মো: কামরুজ্জামান, অরুণ কৃষ্ণ পাল, সদর উপজেলা চেয়ারম্যান মো: আব্দুল কুদ্দুছ, জেলা সমাজসেবা বিভাগের উপপরিচালক মিলটন মুহুরীসহ বান্দরবানের বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তা ও প্রবীণরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, প্রবীণরা সমাজের বোঝা নয়, প্রবীনদের ও সমাজে সুন্দরভাবে বেঁচে থাকতে আমাদের সকলকে সহযোগিতা করতে হবে। প্রবীণদের অভিজ্ঞতা আমাদের সুন্দর বাংলাদেশ বির্নিমানে কাজে লাগাতে হবে।