Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সম্পর্কে যেতে অনীহা প্রকাশ করায় প্রেমিককে ছুরিকাঘাত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ অক্টোবর ২০১৮, ০৮:০০ PM
আপডেট: ০১ অক্টোবর ২০১৮, ০৮:০০ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


গার্লফ্রেন্ডের সঙ্গে যৌন সম্পর্কে যেতে অনীহা প্রকাশ করেছিলেন এক যুবক। তার ফল অত্যন্ত ভয়ঙ্কর হলো।এজন্য কঠিন মূল্য দিতে হয়েছে প্রেমিককে। রাগের চোটে প্রেমিককে ছুরিকাঘাত করে বসেন প্রেমিকা। ঘটনাটি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার।

আন্তজার্তিক সংবাদমাধ্যম ‘মিরর’ প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, নিজেরই প্রেমিককে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠেছে ফ্লোরিডার বাসিন্দা এক যুবতীর বিরুদ্ধে।

অভিযোগ, বৃহস্পতিবার নিজের প্রেমিকের সঙ্গে যৌন সম্পর্কে যেতে চান ওই তরুণী। কিন্তু সেইসময়ে যৌন সম্পর্কে যেতে আগ্রহী ছিলেন না ওই যুবক। প্রেমিকের কাছ থেকে এমন প্রত্যাখ্যান পাওয়ার পরেই ক্ষিপ্ত হয়ে ওঠেন ক্যাথরিন। ছুরির দিয়ে নিজের প্রেমিকের মুখে আঘাত করতে থাকেন তিনি। কোনো রকমে সেখান থেকে পালিয়ে বাঁচেন ওই যুবক।

ইতোমধ্যে ওই যুবকের অভিযোগের ভিত্তিতে পুলিশ ক্যাথরিনকে গ্রেফতার করেছে। জানা গেছে, ওই যুবকের মুখে বেশ কতগুলো ক্ষতচিহ্ন রয়েছে। স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

Bootstrap Image Preview