Bootstrap Image Preview
ঢাকা, ০২ শনিবার, আগষ্ট ২০২৫ | ১৮ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বোনের বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে ভাইয়ের প্রাণহানি

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০১ অক্টোবর ২০১৮, ০৯:৪৮ PM
আপডেট: ০১ অক্টোবর ২০১৮, ০৯:৪৯ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় কুর্শি ইউনিয়নের হালিতলা গ্রামে বোনের বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে ভাই সুজন গোপের (২৫) প্রাণহানি হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

আজ সোমবার (১ অক্টোবর) সন্ধ্যায় সাড়ে ৫টায় কাগাপাশা ব্রীজ নামক স্থানে সড়ক দুর্ঘটনায় সুজন গোপের মৃত্যু হয়। নিহত সুজন গোপ আজমিরিগঞ্জ উপজেলার উত্তর রাজিবপুর গ্রামের শুভাষ গোপের পুত্র।

সুজনের পরিবার সুত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার হালিতলা গ্রামে স্বপরিবারে বিয়ের অনুষ্ঠানে আসেন তারা। বিয়ের অনুষ্ঠান শেষে টমটম যোগে বাড়ি ফেরার পথে কাগাপাশা ব্রীজের কাছে পৌছুলে টমটম উল্টে যায়। এ সময় সুজন গোপ টমটমের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায় বলে প্রাথমিক ধারনা করা হয়েছে। আহতদের মধ্যে অর্চনা রাণী ঘোপ (১৮) অনিন্ত ঘোপ (৫) কে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।

এদিকে সুজন ঘোপের মর্মান্তিক এ মৃত্যু মেনে নিতে পারছেন না তার পরিবারের লোকজন। ছেলের শোকে বার বার মুর্ছা যাচ্ছেন তার পিতা। তার গ্রামের বাড়ি উত্তর রাজিবপুর নেমেছে শোকের ছায়া।

Bootstrap Image Preview