Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মিরপুরে শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ অক্টোবর ২০১৮, ১০:৪৫ AM
আপডেট: ০২ অক্টোবর ২০১৮, ১০:৪৫ AM

bdmorning Image Preview


রাজধানীর মিরপুরে এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম রাকিবুল হাসান রকি (২৬)। রকি তেজগাঁও কলেজের মাস্টার্সের হিসাববিজ্ঞানের ছাত্র।

সোমবার (২ অক্টোবার) রাতে মিরপুরের চিড়িয়াখানা রোড থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রকি পশ্চিম রাজাবাজার মসজিদের পাশে কয়েকজনের সঙ্গে একটি রুম ভাড়া করে থাকতেন।

নিহতের রুমমেট সৈকত আহমেদ জানান, রকির মোবাইল থেকে এক ব্যক্তি ফোন দিয়ে জানায় রকি অচেতন অবস্থায় মিরপুর চিড়িয়াখানা বি.সি.আই কলেজের সামনে রাস্তায় অচেতন হয়ে পড়ে আছে। সংবাদ পাওয়ার পর আমরা কয়েকজন দ্রুত ঘটনা স্থলে গিয়ে রকিকে অচেতন অবস্থায় উদ্ধার করি। পরে হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সৈকত আরো জানান, ঘটনা স্থলের আশেপাশের লোকজনের সাথে কথা বলে জানা গেছে রকি চিড়িয়াখানা রোড দিয়ে হাঁটার সময় বমি করতে করতে অচেতন হয়ে পড়েন। বিস্তারিত আর কিছু জানাতে পারেননি।

এ ব্যাপারে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. ইফাত জানান, রকিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা যুবকরা বলে হয়তোবা তাকে কিছু খাওয়ানো হয়েছে। ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

ঢাকা মেডিকেল পুলিশ বক্স (এসআই) বাচ্চু মিয়া জানান, মৃত দেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

 

 

Bootstrap Image Preview