Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ভৈরবে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভষ্মীভূত

রাজীবুল হাসান, ভৈরব প্রতিনিধি
প্রকাশিত: ০২ অক্টোবর ২০১৮, ০১:১৭ PM
আপডেট: ০২ অক্টোবর ২০১৮, ০১:১৭ PM

bdmorning Image Preview


কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের দক্ষিণ পাড়া এলাকায় তিনটি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভষ্মীভূত হয়েছে। স্থানীয় ফায়ার সার্ভিসের ১টি ইউনিট আধা ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে বঙ্গবন্ধু সরণি ফকির মার্কেটের রুপালী ইলেক্ট্রনিক্স এর একটি গুডাউনে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় । 

প্রত্যক্ষদর্শীরা জানায়, গভীর রাতে হঠাৎ করে অগ্নিকান্ডের সূত্রপাত হলে পাশের দুলাল মিয়ার বইঘর ও শরিফুল মিয়ার ফার্নিচারের গুডাউনে আগুন ছড়িয়ে পড়ে। পরবর্তীতে অগ্নিকান্ডের খবর পেয়ে আশেপাশের বাসাবাড়ির লোকজন আতঙ্কিত হয়ে বাড়ি থেকে বের হয়ে রাস্তায় নেমে আসে। পরে ভৈরব থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। 

ব্যবসায়ীরা জানান, এ অগ্নিকাণ্ডে তাদের প্রায় ৫ লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে ।

বৈদ্যুতিক শট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডেরসূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ধারণা করছে ফায়ার স্টেশন অফিসার ফজলুল হক। 
 

Bootstrap Image Preview