বুধবার নেত্রকোনা শহরের মুক্তারপাড়া মাঠে প্রথমবারের মতো আয়োজিত আন্তর্জাতিক লোকসংস্কৃতি উৎসব-২০১৮ উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ৩ অক্টোবর বিকাল ৩ টায় নেত্রকোনা শহরের মুক্তার পাড়া মাঠে উৎসব শুরু উপলক্ষ্যে গ্রহণ করা হয়েছে ব্যাপক প্রস্তুতি।
ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী ও জিএমসিএফ’র সভাপতি মোস্তাফা জব্বার অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।
এবার উৎসবের প্রতিপাদ্য বিষয় হচ্ছে “আন্তর্জাতিক প্রেক্ষাপটে মৈয়মনসিংহ গীতিকা”। বাংলাদেশের লোক সাহিত্য, লোক জীবনকে বিশ্ব দরবারে অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করেছে এটি।
নেত্রকোনা জেলা প্রশাসন নিরাপত্তাসহ প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছে। জেলার সর্বস্তরের মানুষ রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানাতে অধির আগ্রহে অপেক্ষা করছে।
সফরকালে রাষ্ট্রপতি জেলা শহরের পুরাতন হাসপাতাল রোডে শেখ কামাল আইটি পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।