Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

তুরস্কে ৪১৭ জনকে গ্রেফতারের নির্দেশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ অক্টোবর ২০১৮, ০৪:৫২ PM
আপডেট: ০২ অক্টোবর ২০১৮, ০৪:৫২ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


অর্থপাচার তদন্তে ৪১৭ জনকে আটকের নির্দেশ দিয়েছেন তুরস্কের আদালত। সিএনএন তুর্কের খবরে বলা হয়েছে, ৪১৯ মিলিয়ন ডলার দেশের বাইরে পাচারের দায়ে তাদের গ্রেফতার করতে নির্দেশ দেয়া হয়েছে।

এর পর ইস্টানবুলের পুলিশ বিভিন্ন প্রদেশে অভিযান চালিয়েছে। অনেককে আটকও করেছে। সন্দেহভাজন অর্থপাচারকারীদের বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে দেশটির পুলিশ ও বিচার বিভাগের কেউ সাড়া দেননি।

খবরে বলা হয়েছে, দেশটির অর্থনীতিক ও ব্যবসায়িক নিরাপত্তার জন্য যারা হুমকি, তাদের টার্গেট করা হয়েছে। তাদের ঘিরেই তদন্ত চলছে।

সন্দেহভাজনরা যুক্তরাষ্ট্রের ইরানিদের ২৮ হাজার ৮৮টি বিদেশি ব্যাংক হিসাবে অর্থ পাঠিয়েছেন। এর বিনিময়ে তারা কমিশন পেয়েছেন।

Bootstrap Image Preview