Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সাটুরিয়ায় শিক্ষার্থীদের নিরাপদ সড়ক পারাপারে ছাত্রলীগের জেব্রাক্রসিং অঙ্কন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ অক্টোবর ২০১৮, ০৫:০৬ PM
আপডেট: ০২ অক্টোবর ২০১৮, ০৫:০৮ PM

bdmorning Image Preview


শিক্ষার্থীদের নিরাপদ সড়ক পারাপারে মানিকগঞ্জের সাটুরিয়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে জেব্রাক্রসিং অঙ্কন করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। গত রবিবার রাতে দরগ্রাম ভিকু মেমোরিয়াল ডিগ্রী কলেজ, দরগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়, দরগ্রাম মাদ্রাসাসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সামনে তারা এ গতিরোধক চিণিহতকরণ ও জেব্রাক্রসিং অঙ্কন করে।

সাটুরিয়া-গোপালপুর সড়কটি ব্যস্ততম হওয়ায় ছাত্রছাত্রীরা দীর্ঘদিন যাবত ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করে আসছিল। ছাত্রলীগের এমন মহতী উদ্যোগে এলাকাবাসী ও ছাত্রছাত্রীরা স্বাগত জানায়।

এ কাজের উদ্যোক্তা মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক গনযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক উপ-সম্পাদক সাজ্জাদ আলী গোলাপ জানান, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ জননেত্রী শেখ হাসিনার সুখী, সমৃদ্ধ, উন্নত বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন বাস্তবায়নে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি কাজী রাজু আহমেদ বুলবুল ভাইয়ের নির্দেশে আমরা ছাত্রলীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের নিরাপদে রাস্তা পারাপারের জন্য জেব্রাক্রসিং তৈরি করে দিয়েছি। আমরা ছাত্রবান্ধব রাজনীতিতে বিশ্বাসী। শিক্ষার্থীদের অধিকার আদায়ে আমাদের প্রচেষ্টা সব সময়ই অব্যাহত থাকবে।’

এসময় ছাত্রলীগ নেতা বাবুল হোসেন বাবুল, তানভীর তারা, অসীম, জুয়েল, রাব্বি, ইব্রাহিম, রবিন, সনি সহ দরগ্রাম কলেজ ও দরগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview