Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কেন সাকিবের আঙুলে ইনফেকশন? বিসিবি ফিজিওকে শোকজ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ অক্টোবর ২০১৮, ০৫:১৩ PM
আপডেট: ০২ অক্টোবর ২০১৮, ০৫:১৫ PM

bdmorning Image Preview


সদ্য শেষ হওয়া এশিয়া কাপ শুরু হওয়ার আগে থেকেই আঙুলের ব্যথার কারণে খেলবে না বলে ঘোষণা দিয়েছিলেন সাকিব আল হাসান।নিজের হাতের অবস্থা বুঝতে পেরেছিলেন বলেই এশিয়া কাপ না করেছিলেন।পরে দেশের কথা ভেবে খেলতে রাজি হন সাকিব।কিন্তু সাকিব রাজি হলেই তো হবে না।খেলোয়াড়দের দেখা শোনার জন্য  দলে ফিজিও থিহান চন্দ্রমোহন আছেন।তিনি কি ভাবে সাকিবকে খেলার অনুমতি দিলেন? এই  দায় কোনোভাবেই এড়াতে পারেন না চন্দ্রমোহন।কেন ফিজিও এই বিপদ ধরতে পারলেন না, সেটা জানতে তাকে শোকজ করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান বলেছেন,'আমরা অবশ্যই তার কাছে জানতে চাইব, সাকিবের কেন এমন হয়েছে। প্রধান নির্বাহীর সঙ্গে কথা বলে জবাবদিহি চাওয়া হবে। সাকিবের আরও খারাপ কিছু হতে পারত। ফিজিওকে দলে রাখাই হয়েছে খেলোয়াড়দের দেখে রাখার জন্য। তিনি কেন এই বিপদ আগে থেকেই ধরতে পারলেন না?'

এশিয়া কাপের আগে ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে অপারেশন করাতে চেয়েছিলেন সাকিব। কিন্তু বিসিবি সভাপতির ইচ্ছা এবং ফিজিও চন্দ্রমোহনের সবুজ সংকেত পেয়ে তিনি অপারেশন না করিয়ে দুবাইয়ে চলে যান এশিয়া কাপ খেলতে। কিন্তু সেখানে চার ম্যাচ খেলার পর আঙুলের অবস্থা খারাপ হলে ফাইনাল না খেলেই ফিরে আসেন দেশে।

এরপর হাসপাতালে ভর্তি হন। তাৎক্ষণিক অপারেশন করে ৬০-৭০ মিলিমিটার পুঁজ বের করা হয় সাকিবের আঙুল থেকে।আপাতত ভালো আছেন সাকিব। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাসায় পরিবারের সাথে আছেন।

Bootstrap Image Preview