Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

তিতাসে মুক্তিযোদ্ধা ও সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি

মোঃ জুয়েল রানা, তিতাস (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশিত: ০২ অক্টোবর ২০১৮, ০৭:১০ PM
আপডেট: ০২ অক্টোবর ২০১৮, ০৭:১০ PM

bdmorning Image Preview


কুমিল্লার তিতাস উপজেলায় বীর মুক্তিযোদ্ধা মো. জাহাঙ্গীর আলম ভূইয়া(৭৫) সাংবাদিক শফিকুল ইসলামরে বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে কুমিল্লা কোর্টে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন বিক্ষোভ মিছিল করেছে এলাকার সর্বস্তরের নারী-পুরুষ

মঙ্গলবার ( অক্টোবর)  বেলা ১১টায় উপজেলার মজিদপুর ইউনিয়নের দুধঘাটা বাজারে মানববন্ধন বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়

মানববন্ধন বিক্ষোভ মিছিল শেষে স্থানীয় আওয়ামীলীগ নেতা মো. বশিরুল ইসলামের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, দুধঘাটা গ্রামের ভূমিদস্যু দেলোয়ার হোসেন গংরা ওই গ্রামের একটি জলাশয় লিজ নিয়ে বালু দিয়ে ভরাট করে ফেলে এই জলাশয় থেকে এলাকার নিরহ পরিবার গুলি মাছ ধরে এবং মাঝিরা নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করতো তাই এলাকাবাসীর পক্ষে বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শফিক প্রতিবাদ করায়, দেলোয়ারগং একের পর এক মিথ্যা মামলা দিয়ে তাদেরকে হয়রানি করছে

বক্তারা আরও বলেন, শুধু তাই ভূমিদস্যু দেলোয়ারের পালিত সন্ত্রাসীরা কিছুদিন পূর্বে সাংবাদিক শফিককে হত্যার উদ্দেশ্যে হামলা করে গুরতর আহত করে

ওই ঘটনায় সাংবাদিক শফিক বাদী হয়ে ৮জনকে আসামী করে থানায় মামলা করলে,আসামীরা জামিনে এসে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার না করলে আরো কঠিন কর্মসূচির ঘোষণা দিবে বলে বক্তারা জানায়

মানবন্ধনে উপস্থিত নারী পুরুষের দাবি অবিলম্বে জলাশয়টির লিজ বাতিল করে অবমুক্ত করা এবং মুক্তিযোদ্ধার নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করার জন্য উর্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন

এছাড়া উক্ত মানববন্ধনে আরও বক্তব্য রাখেন মজিদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোশারফ হোসেন,আবুল হোসেন, আলী হোসেন চম্পা বেগম প্রমূখ

Bootstrap Image Preview