গাজীপুরের টঙ্গীর বউ বাজার এলাকায় গণপিটুনিতে মো.শাহিন (২৪) নামে এক ছিনতাইকারি নিহত হয়েছে।
মঙ্গলবার (২ অক্টোবর) দুপুরে এ ঘটনাটি ঘটে। নিহত শাহিন পিরোজপুর জেলার কাউখালি থানার চিড়াপাড়া গ্রামের শাহ-আলম ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়,শাহিন দির্ঘ দিন ঐ এলাকায় ছিনতাই কর্মকান্ড পরিচালনা করে আসছিলো। মঙ্গলবার ছিনতাইকৃত মালামালের ভাগাভাগিকে কেন্দ্র করে দু পক্ষের মধ্যে কাথা কাটাকাটিরএক পর্যায়ে এলাকাবাসী দেখতে পেয়ে তাদের ধাওয়া দিয়ে শাহিনকেআটক করে । পরে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করে গাজীপুর মর্গে পাঠিয়েছে।
এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামার হোসেন ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন।