Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শনিবার, মে ২০২৫ | ২ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

১৫তম জাতীয় সাঁতার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নৌবাহিনী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ অক্টোবর ২০১৮, ০৮:২৮ PM
আপডেট: ০২ অক্টোবর ২০১৮, ০৮:২৮ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


১৫তম জাতীয় দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা-২০১৮ এ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নৌবাহিনী।

বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং মুন্সিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আজ মঙ্গলবার সকালে শীতলক্ষ্যা নদীতে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মুন্সিগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি সায়লা ফারজানা প্রধান অতিথি এবং বিশেষ অতিথি হিসেবে মুন্সিগঞ্জের পুলিশ সুপার মোঃ জায়েদুল আলম উপস্থিত থেকে সাঁতার প্রতিযোগিতা উপভোগ করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক ক্রীড়া অনুরাগী উপস্থিত থেকে সাঁতার প্রতিযোগিতাটি উপভোগ করেন।

সাঁতার প্রতিযোগিতাটি নারায়ণগঞ্জ লঞ্চ ঘাঁট থেকে শুরু হয়ে মুন্সিগঞ্জ লঞ্চ ঘাঁটে এসে শেষ হয়। উক্ত সাঁতার প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনীর মোঃ পলাশ চৌধুরী, ১ ঘণ্টা ৩৩ মিনিট সময় নিয়ে প্রথম ও এম মনিরুল ইসলাম, ১ ঘণ্টা ৩৩ মিনিট ৩৩ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় এবং মুন্সিগঞ্জ ক্রীড়া সংস্থার মোঃ হিমেল মিয়া ১ ঘণ্টা ৩৩ মিনিট ৪৫ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় স্থান অধিকার করেন।

এছাড়া মেয়েদের মধ্যে বাংলাদেশ নৌবাহিনীর মোছাঃ সোনিয়া আক্তার টুম্পা ১ ঘণ্টা ৪৬ মিনিট সময় নিয়ে প্রথম এবং মোছাঃ লাকী আক্তার লিমা ১ ঘণ্টা ৪৮ মিনিট সময় নিয়ে দ্বিতীয় স্থান অধিকার করেন।

উল্লেখ্য, নদী মাতৃক বাংলাদেশে সাঁতারকে এগিয়ে নিতে বাংলাদেশ সুইমিং ফেডারেশন ইতিমধ্যে প্রতিভাবান সাতারু তৈরির জন্য সুইমার ট্যালেন্ট হান্টসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।

Bootstrap Image Preview