Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

যুদ্ধের জন্য পুতিনকে যে উপহার দিবেন মোদী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ অক্টোবর ২০১৮, ১০:২১ PM
আপডেট: ০২ অক্টোবর ২০১৮, ১০:২১ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


শীঘ্রই ভারত সফর করবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়া ও ভারতের মধ্যে এক সম্মেলনে যোগ দিতে এ সফর করতে যাচ্ছেন তিনি।

পুতিনের এ সফরে রাশিয়ার সঙ্গে ভারতের একাধিক চুক্তি হতে পারে বলে ভারতের গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়েছে। মোদি সরকার পুতিনের সঙ্গে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা কেনার চুক্তি করবে। এছাড়াও বেশ কয়েকটি বিষয়ে রাশিয়ার সঙ্গে চুক্তিতে যাবে ভারত।

তবে শুধু রাশিয়া থেকে নেয়া নয়, রাশিয়াকে যুদ্ধবিমান উপহার দেবে ভারত। ভারতের হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডে তৈরি তিনটি মিগ-২১ ফাইটার জেট উপহার দেয়া হবে। ভারতীয় জাতীয় পতাকায় মুড়ে দেয়া হবে ওই ফাইটার জেটগুলো।

মিগ-২১ ছাড়াও একটি টাই-৭৫ এয়ারক্রাফট ও দুটি টাইপ-৭৭ এয়ারক্রাফট উপহার পাবে রাশিয়া। ভারত থেকে উড্ডয়ন করে রাশিয়ার মাটিতে নামবে এ বিমানগুলো।

Bootstrap Image Preview