প্রেমিকার সঙ্গে শারীরিক সম্পর্কে যেতে অনীহা প্রকাশ করেছিলেন এক যুবক। যার ফল প্রেমিককে ছুরিকাঘাত করে বসেন প্রেমিকা।
ব্রিটিশ সংবাদমাধ্যম ‘মিরর’ এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, নিজের প্রেমিককে ছুরি মেরে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ২৭ বছর বয়সী ক্যাথরিন টাভেরেজের বিরুদ্ধে।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার নিজের প্রেমিকের সঙ্গে যৌন সম্পর্কে যেতে চান ওই তরুণী। কিন্তু সেইসময়ে যৌন সম্পর্কে যেতে আগ্রহী ছিলেন না ওই যুবক। প্রেমিকের কাছ থেকে সরাসরি প্রত্যাখ্যাত হলে ক্ষিপ্ত হয়ে ওঠেন ক্যাথরিন। ছুরি দিয়ে নিজের প্রেমিকের মুখে আঘাত করতে থাকেন তিনি। কোনো রকম সেখান থেকে পালিয়ে বাঁচেন ওই যুবক।
পরে যুবকের অভিযোগের ভিত্তিতে ক্যাথরিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে, ওই যুবকের মুখে বেশ কতগুলো ক্ষতচিহ্ন রয়েছে। স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
তবে স্রেফ যৌন সম্পর্কে যেতে রাজি নয় বলে কোনো তরুণী তার প্রেমিককে এমন হাল কী করে করতে পারেন, তা ভেবেই অবাক অনেকে।