জয়পুরহাটের পাঁচবিবিতে পুকুরের পানিতে ডুবে রাকিব হোসেন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ বুধবার দুপুরে উপজেলার লাটপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু রাকিব লাটপাড়া গ্রামের দিলবর হোসেনের ছেলে।
এ বিষয়ে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, নিহত ওই শিশু বাড়ির পার্শ্বে পুকুরপাড়ে খেলতে ছিলো। কখন যে পানিতে ডুবেছে তা কেউ বলতে পারে না। পরে স্থানীয়রা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।