Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সাপাহারে ইউনিয়ন পরিষদের জানালার গ্রীল ভেঙে চুরি

গোলাপ খন্দকার, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ০৩ অক্টোবর ২০১৮, ০৪:৫৫ PM
আপডেট: ০৩ অক্টোবর ২০১৮, ০৪:৫৫ PM

bdmorning Image Preview


নওগাঁর সাপাহার শিরন্টি ইউনিয়ন পরিষদের জানালার গ্রীল ভেঙে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। 

জানা যায়, প্রতিদিনের ন্যায় অফিস কার্য সমাপ্ত করার পর চেয়ারম্যান সাহেব তার অফিস রুমের দরজা জানালা বন্ধ করে বাসায় চলে যান এবং প্রতিদিনের ন্যায় ওই দিনও একজন গ্রাম পুলিশ ইউনিয়ন পরিষদের দায়িত্বে থেকে তার রুমে ঘুমিয়ে থাকে। সুযোগ বুঝে চোরেরা পরিষদের চেয়ারম্যানের ঘরের পিছনের জানালায় সিঁদ কাটার অস্ত্র দিয়ে জানালা ও জানালার গ্রীল ভেঙে ঘরে প্রবেশ করে। তারা ঘরে থাকা একটি আলমারির দরজা ভেঙ্গে অফিসের বিভিন্ন ফাইল পত্র তছনছ করে মেঝেতে ফেলে রাখে এবং টেবিলের ড্রয়ারের তালা ভেঙে ড্রয়ারে থাকা সালিশের ৫০ হাজার টাকা ও চেযারম্যানের ৩০ হাজার টাকা নিয়ে চলে যায়। 

সকালে পরিষদের সামনের দিকে সব ঠিকঠাক রয়েছে দেখে রাতে নাইট গার্ডে দায়িত্বে থাকা গ্রাম পুলিশও তার বাসায় চলে যায়। সকাল ৮টায় লোকজন পরিষদ এলাকায় গিয়ে পিছনে জানালা ভাঙা ও মেঝেতে কাগজপত্র এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখে চেয়ারম্যান ও লোকজনদের সংবাদ দেন।

সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে চেয়ারম্যান সাহেব ঘরের দরজা খুলে দেখে তার ড্রয়ারে রাখা ৮০ হাজার টাকা নেই। 

এ বিষয়ে ইউনিয়নের চেয়ারম্যান মাওঃ আব্দুল বাকীর সাথে কথা হলে তিনি জানান চুরির বিষয়ে একটি মামলার প্রস্তুতি চলতেছে। সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামসুল আলম শাহ্ জানান, মামলা হলে তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রত আটক করা হবে।

Bootstrap Image Preview