Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

'হাঁট-বাজার নিয়ে আমার বিরুদ্ধে প্রকাশিত সংবাদটি ভুয়া'

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশিত: ০৩ অক্টোবর ২০১৮, ০৬:১৭ PM
আপডেট: ০৩ অক্টোবর ২০১৮, ০৬:২১ PM

bdmorning Image Preview


নিজের নামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন দিনাজপুরের ঘোড়াঘাট থানার মো. ময়নুল ইসলাম মাস্টার।

তিনি এক প্রতিবাদে বলেন, গত ১৯ সেপ্টেম্বর/১৮ এবং ২৫ সেপ্টেম্বর/১৮ বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকা এবং অনলাইন পত্রিকায় মো. ময়নুল ইসলাম মাস্টারের বিরুদ্ধে যে খবরগুলো প্রকাশিত হয়েছে তা আমার দৃষ্টিগোচর হয়েছে। উক্ত খবরগুলো সম্পূর্ণরুপে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত।

আসলে জামায়াত শিবিরের অন্যতম ক্যাডার ও তৎকালীন সময়ের অন্যতম নাশকতা মামলার চলমান আসামি ওহাব মোল্লা ও তার সহযোগিরা স্থানীয় সাংবাদিকদের মিথ্যা ও ভুয়া তথ্য দিয়ে আমার মানক্ষুণ্ন এবং আমার দলের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে। আমি উক্ত খবরের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

প্রকৃত ঘটনা আমি ডুগডুগীর হাঁট-বাজার ইজারা নিয়ে হাট-বাজারে ব্যাপক উন্নয়ন করেছি। আমার নিজস্ব অর্থায়নে বেশ কিছু ব্যক্তিকে বিল্ডিংঘর নির্মাণ করে
দিয়েছি। হাঁট-বাজারের ড্রেন রাস্তা ঘাট পরিষ্কার-পরিছন্নতায় রেখেছি।

বাজারে বিভিন্ন অপরাধসহ মাদক ব্যবসা ও সেবনকারীদের অবৈধ ব্যবসা থেকে ফিরিয়ে তাদের স্বাভাবিক জীবনে ফিরে এনেছি। হাঁট-বাজার উন্নয়নে আরো ব্যাপক উন্নয়নের কাজ অব্যাহত রেখেছি।

যারা হাঁট-বাজার উন্নয়নের কাজে ব্যাঘাত সৃষ্টির পায়তারা করছে তাদের প্রতি অনুরোধ আপনারা এ ধরনের উন্নয়নের স্বার্থে এগিয়ে আসুন এবং আমাকে সহযোগিতা করুন। স্থানীয় আমার সহকর্মী সাংবাদিক ভাইদের মিথ্যা তথ্য প্রদান করে মিথ্যা ও ভুয়া খবর প্রকাশের চেষ্টা থেকে বিরত থাকুন। আমিও একজন সাংবাদিক ও শিক্ষক এবং ঘোড়াঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

উক্ত মিথ্যা, ভুয়া ভিত্তিহীন এবং বানোয়াট খবর প্রকাশ করে আমার এবং দলীয় সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে। তাই উক্ত খবরের প্রতি তীব্র প্রতিবাদ করছি।

Bootstrap Image Preview