Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মাছিমপুরে জোর করে স্ট্যাম্পে সই নিয়ে জায়গা দখল করল আলম

আবুল কালাম আজাদ ভূইয়া, কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ০৩ অক্টোবর ২০১৮, ১০:৪৬ PM
আপডেট: ০৩ অক্টোবর ২০১৮, ১০:৪৬ PM

bdmorning Image Preview


কুমিল্লার তিতাস উপজেলার মাছিমপুর গ্রামের মানুষ দীর্ঘদিন যাবৎ "আলম বাহিনীর" কাছে জিম্মি। নিরীহ মানুষ এবং সংখ্যালঘুদের জমি জবরদখল করা, জমি বেচা-কেনা করলে উভয় পক্ষ থেকে মোটা অংকের চাঁদা আদায় করা, টেন্ডারবাজিসহ নানা অপরাধ করে বেড়াচ্ছে আলম বাহিনীর সদস্যরা।

জানা যায়, কেউ প্রতিবাদ করলে তাকে গ্রাম ছাড়তে হচ্ছে। আলম সরকার তিতাস উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। ২০০১ সালে বিএনপি সরকারের একজন প্রভাবশালী আমলা কর্মকর্তার সুপারিশে এলজিইডিতে অফিস সহকারী হিসেবে চাকুরি হয়। ওই কর্মকর্তার ছত্রছায়ায় থেকে আলম কুমিল্লাতে টেন্ডারবাজি শুরু করেন।

২০০৮ সালে সরকার পরিবর্তনের পর স্থানীয় একজন বিরোধী দলের এমপির আশীর্বাদে তিতাসে একচেটিয়া টেন্ডার নিয়ন্ত্রণ করেছেন আলম। তখন থেকেই আলমের সন্ত্রাসী জগতে উত্থান। এছাড়াও টাকার বিনিময়ে ঐতিহ্যবাহী হাই স্কুলে ম্যানেজিং কমিটির সভাপতির পদটি নেয় আলম। তার এসব সমাজবিরোধী অপরাধের কারণে দলের স্থানীয় নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন।

নেতারা বলছেন, আলমের এসব সমাজবিরোধী সন্ত্রাসী কর্মকান্ডের ফলে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে, ম্লান হচ্ছে সরকারের সাফল্য। দলীয় নেতাকর্মী ও এলাকার লোকজনের সাথে কথা বললে এসব তথ্য চিত্র ফুটে উঠে।

তিতাস উপজেলা আ.লীগের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন ভূইয়ার সাথে কথা হলে তিনি সাংবাদিকদের বলেন, আলম একজন পেশাদার অপরাধী। সে ২০০১ সাল থেকে এলাকায় সন্ত্রাসী করে আসছে। তার লাগামহীন অপরাধে দলের ভাবমূর্তি জলে ডুবছে।

মাছিমপুর গ্রামের জাকির হোসেনের স্ত্রী নাজমা বেগম ও তার ভাগিনা কালাম মুঠোফোনে সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, গত ২ আগস্ট গভীর রাতে সন্ত্রাসের গডফাদার আলমসহ ১০/১৫ জনের একটি দল আমাদের বাড়িতে ঢুকে আমার স্বামী জাকির হোসেনকে ঘুম থেকে তুলে ৪ লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে জমি দখল করে নেয়ার হুমকি দেয়। পরে সন্ত্রাসীরা অস্ত্রের মুখে জাকিরকে জিম্মি করে কয়েকটি স্ট্যাম্পে স্বাক্ষর নেয় এবং ব্যাংকের দুইটি চেক হাতে ধরিয়ে দেয় প্রতিটিতে লেখা রয়েছে ৫ লক্ষ টাকা করে। পরে সন্ত্রাসীরা জাকিরকে গ্রাম ছাড়ার হুমকি দিয়ে চলে যায়। সন্ত্রাসীদের হুমকির পর জাকির অসুস্থ হয়ে পড়ে। 

নাজমা বেগম বলেন, গত সোমবার সকালে আলম বাহিনীর লোকজন আমাদের ২৭ শতক জমি যার দাগ নং- ১৩৩৭ বায়না সূত্রে মালিক লিখে একটি সাইনবোর্ড ঝুলিয়ে দখল করে নিয়েছে। এদিকে আলমের সন্ত্রাসী কর্মকান্ড তুলে ধরে মাছিমপুর গ্রামের সংখ্যালঘু জনৈক শ্রি নিউটন পোদ্দার মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে লিখিত আবেদন করেছেন, যার প্রধানমন্ত্রী কার্যালয় ডায়েরী নং- ১৩০৫০, তারিখ- ১৬/০৯/২০১৮।

অভিযোগের বিষয়ে আলমের মুঠোফোনে কল দিলে সাংবাদিকদের জানান, এ ধরনের সন্ত্রাসী কার্মকান্ডের সাথে আমি জড়িত না এবং এর প্রতিবাদ ও নিন্দা জানাই।

Bootstrap Image Preview