Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পানিতে ফেলে দেয়া বস্তা থেকে উদ্ধার ১২ লাখ টাকার গাঁজা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০১৮, ১০:৫৩ AM
আপডেট: ০৪ অক্টোবর ২০১৮, ১০:৫৩ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


টেকনাফে কক্সবাজারে টেকনাফের সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপে কোস্টগার্ড অভিযান চালিয়ে ৬০ কেজি গাঁজা উদ্ধার করেছে। বুধবার (৩ অক্টোবর) রাতে এ অভিযান চালানো হয়।

কোস্টগার্ড টেকনাফ সিজি স্টেশনের লে. কমান্ডার আব্দুল্লাহ আল মারুফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে সেন্টমার্টিনের ছেড়াদ্বীপে অভিযান চালায় কোস্টগার্ডের একটি দল। এ সময় সন্দেহজনক একটি নৌকাকে থামার সংকেত দিলে সেটি না থামিয়ে দুটি বস্তা পানিতে ফেলে মিয়ানমার সীমানার দিকে পালিয়ে যায় তারা। উদ্ধার করা বস্তা দুটি খুলে দেখা যায় তার মধ্যে ৬০ কেজি গাঁজা। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজার মূল্য ১২ লাখ টাকা বলে জানান ওই কোস্টগার্ড কর্মকর্তা।

একই দিন সন্ধ্যায় কোস্টগার্ডের একটি দল টেকনাফ সাইরন খালের পাশে অভিযান পরিচালনা করে। পরে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ২৪০ ক্যান সিংহা বিয়ার উদ্ধার করে। যার বাজার মূল্য আনুমানিক ১ লাখ ২০ হাজার টাকা। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।

জব্দ কৃত গাঁজা ও বিয়ার টেকনাফ থানায় হস্তান্তর করা হবে বলেও জানান কমান্ডার আল মারুফ।

Bootstrap Image Preview