Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বান্দরবানে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন

সোহেল কান্তি নাথ, বান্দরবান প্রতিনিধি 
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০১৮, ১২:৩৩ PM
আপডেট: ০৪ অক্টোবর ২০১৮, ১২:৩৩ PM

bdmorning Image Preview


“উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৩দিন ব্যাপী ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা ২০১৮’র উদ্বোধন করা হয়েছে।

মেলা উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। মেলাটি উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দিন।

জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে সেনাবাহিনীর ভারপ্রাপ্ত ব্রিগেড কমান্ডার লে:কর্ণেল এসএম আব্দুল্লাহ আল আমিন, পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, আঞ্চালিক পরিষদ সদস্য কাজল কান্তি দাশ, জেলা পরিষদ সদস্য লক্ষী পদ দাশসহ জেলার সরকারি ও বেসরকারি বিভাগের প্রধানগণ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক কার্যালয় চত্তরে ৩দিন ব্যাপী আয়োজিত মেলায় এবার ৮৪টি স্টল স্থান পায়। এতে বিভিন্ন  সরকারি দপ্তর ছাড়াও পাহাড়ী সম্প্রদায়ের নানা ধরনের হস্তশিল্প প্রতিষ্ঠান অংশ নেয়। বান্দরবান জেলা ছাড়াও প্রত্যেক উপজেলায় ৩ দিনব্যাপী ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা ২০১৮’র উদ্বোধন করা হয়েছে।  

Bootstrap Image Preview