Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নড়িয়ায় ৫ দিন ধরে স্কুলছাত্রী নিখোঁজ

আসাদ গাজী, শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০১৮, ১২:৪৬ PM
আপডেট: ০৪ অক্টোবর ২০১৮, ১২:৪৬ PM

bdmorning Image Preview


শরীয়তপুরের নড়িয়া উপজেলায় মোসাম্মদ লামিয়া কবির মিম (১৫) নামে এক স্কুলছাত্রী পাঁচদিন ধরে নিখোঁজ রয়েছে। গত রবিবার সকালে স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি পঞ্চপল্লী গুরুরাম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ওই ছাত্রী।

আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত তার খোঁজ মেলেনি। স্কুলছাত্রীর পরিবারের পক্ষ থেকে নিখোঁজের পরের দিনে নড়িয়া থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

নিখোঁজের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, মিম উপজেলার বিঝারী ইউনিয়নের উত্তর মগর গ্রামের মো. হুমায়ন কবির ফরাজীর মেয়ে ও পঞ্চপল্লী গুরুরাম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

গত ৩০ সেপ্টেম্বর রবিবার সকাল ১০ টার দিকে বইখাতা নিয়ে স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। কিন্তু দুপুর গড়িয়ে বিকেল হলেও সে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন প্রথমে স্কুলে গিয়ে তাদের খোঁজ নেন। কিন্তু স্কুলের শিক্ষকরা জানায় মিম ওইদিন স্কুলে যায়নি।

ফলে ছাত্রীর পরিবারের লোকজন আশেপাশের গ্রামে ও আত্মীয় স্বজনদের বাড়িতে ফোন করে তাদের খোঁজ করেন। এরপরেও খোঁজ মেলেনি মিমের। নিখোঁজের পরের দিন মিমের মা মিতু বেগম নড়িয়া থানায় সাধারণ ডায়েরি করেন।

নিখোঁজ ছাত্রীর মা মিতু বেগম বলেন, আমার মেয়ে সেদিন স্কুল ড্রেস পড়ে স্কুলে গেলে আর ফিরে আসেনি। মেয়ে নিখোঁজ হওয়ার বিষয়ে নড়িয়া থানায় জানিয়েছি। কিন্তু এখনো পর্যন্ত মেয়েকে খুঁজে পায়নি। আমি মেয়ে ছাড়া কি করে বাঁচবো।

এ বিষয়ে নড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মঞ্জুরুল হক আকন্দ বলেন, ছাত্রীর নিখোঁজ হওয়ার ব্যাপারে পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Bootstrap Image Preview