Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শার্শায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় উন্নয়ন মেলার উদ্বোধন

শহিদুল ইসলাম, বেনাপোল প্রতিনিধি
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০১৮, ১২:৫৬ PM
আপডেট: ০৪ অক্টোবর ২০১৮, ১২:৫৬ PM

bdmorning Image Preview


‘উন্নয়নের অগ্রযাত্রায় অদম্য বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় যশোরের শার্শায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা।

আজ বৃহস্পতিবার থেকে ৬ অক্টোবর শনিবার পর্যন্ত শার্শা উপজেলা পরিষদ চত্বরে উন্নয়ন মেলা চলবে। মেলা উপলক্ষে সকাল ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের সাথে শার্শায় উন্নয়ন মেলার  উদ্বোধন করেন যশোর-১ এর মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন এমপি।

মেলায় শিক্ষার্থীদের জন্য বিভিন্ন প্রতিযোগিতার ব্যবস্থা করেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল। তিনি বলেন, এ মেলায় সরকারি-বেরসকারি, স্বেচ্ছাসেবী ও বিভিন্ন উন্নয়ন দফতরের মোট ৬৭ টি বিভিন্ন স্টল রয়েছে। স্টলগুলোতে সরকারের উন্নয়ন নিয়ে বিভিন্ন ব্যানার, ফেস্টুন, ডকুমেন্টারি দেখানো হবে এবং তাৎক্ষণিক কিছু সেবা প্রদান করা হবে। এ মেলায় ভবিষ্যত প্রজন্মকে উজ্জীবিত করতে নানা কর্মসূচির উদ্দ্যোগ নেওয়া  হয়েছে। উন্নয়নের নেতৃত্ব ও মুক্তিযুদ্ধের চেতনার উপর নানা প্রদর্শনী হবে।

এছাড়াও প্রতিদিন বিকালে মেলা প্রাঙ্গনে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। উন্নয়ন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শার্শা উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস সহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সমাজের নানান শ্রেণি পেশার মানুষ। 

Bootstrap Image Preview