Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ঈশ্বরদীতে উন্নয়ন মেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৭

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০১৮, ০১:১২ PM
আপডেট: ০৪ অক্টোবর ২০১৮, ০১:২২ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


পাবনার ঈশ্বরদীতে উন্নয়ন মেলার মাঠে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ শিশু শিক্ষার্থীসহ ৭জন দগ্ধ হয়েছে।  আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বিস্ফোরণের এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন বেলুন বিক্রেতা বাপ্পী (৪৫)। তার বাড়ি পাবনার গোবিন্দপাড়ায়। শিশুদের মধ্যে কয়েকজনের নাম জানা গেছে। তারা হলেন ফরহাদ (১০), রাব্বী (১০), মেহেদী (১২), আলিম (১২) ও তুষার (১৩)। দগ্ধদের মধ্যে তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

জানা গেছে, সকাল ১০টার দিকে ঈশ্বরদী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরের পুকুরপাড়ে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসে শিশুদের কাছে গ্যাস দিয়ে বেলুন ফুলিয়ে বিক্রি করছিলেন বাপ্পি। এসময় বিকট শব্দে গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয়ে পাঁচ শিশু ও বেলুন বিক্রেতা বাপ্পি দগ্ধ হন। খবর পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিস কর্মীরা এসে দগ্ধদের উদ্ধার করে ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার হাসনা হেনা জানান, বেলুন বিক্রেতার দুই পা ঝলসে গেছে। আর পাঁচ শিশুর মধ্যে দু’জনের সারা শরীরে ক্ষত হয়েছে। এদের মধ্যে বেলুন বিক্রেতার অবস্থা আশঙ্কাজনক বলে জানা

প্রত্যক্ষদর্শীরা জানায়, উন্নয়ন মেলার উদ্বোধনের সময় সেখান থেকে ৬০ গজ দূরে বেলুনে গ্যাস ভরার জন্য সিলিন্ডার রেখেছিল এক বেলুন বিক্রেতা। হঠাৎ বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরিত হয়। তখন অনেকেই আতঙ্কে ছোটাছুটি শুরু হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিম উদ্দিন জানান, ‘আহত সবাইকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তাদের মধ্যে বেলুন

সারা দেশের সাথে একযোগে উপজেলা প্রশাসন ঈশ্বরদী উপজেলা পরিষদের চত্বরে তিন দিনের উন্নয়ন মেলা আয়োজন করে। ঈশ্বরদীর উন্নয়ন মেলায় সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ৬২টি স্টল রয়েছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিম উদ্দিন জানান, ‘আহত সবাইকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

উল্লেখ্য, সারা দেশের সাথে একযোগে উপজেলা প্রশাসন ঈশ্বরদী উপজেলা পরিষদের চত্বরে তিন দিনের উন্নয়ন মেলা আয়োজন করে। ঈশ্বরদীর উন্নয়ন মেলায় সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ৬২টি স্টল রয়েছে।

Bootstrap Image Preview