Bootstrap Image Preview
ঢাকা, ১০ রবিবার, আগষ্ট ২০২৫ | ২৬ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পটুয়াখালীতে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০১৮, ০৭:২৩ PM
আপডেট: ০৪ অক্টোবর ২০১৮, ০৭:২৩ PM

bdmorning Image Preview


জাহিদ রিপন, পটুয়াখালী প্রতিনিধি:

'উন্নয়নের রোল মডেল, শেখ হাসিনার বাংলাদেশ' এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা।

বৃহস্পতিবার (৪ অক্টোবর) সকালে মেলার উদ্বোধনী আয়োজনে জেলা সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গণ ডিসি স্কয়ারে এসে শোভাযাত্রাটি শেষ হয়।

র‌্যালি শেষে ডিসি মঞ্চে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন- তথ্য মন্ত্রণালয়ের সচিব আব্দুল মালেক, জেলা প্রশাসক ড. মো. মাছুমুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান মো. খলিলুর রহমান মোহন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হমায়েত উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান প্রমুখ।

বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে এ মেলার আয়োজন করেছে জেলা প্রসাশন। জেলা প্রশাসকের দরবার হলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে সারা দেশে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একই দিনে ৩ দিনব্যাপী এ উন্নয়ন মেলা জেলার কলাপাড়া, গলাচিপা, রাংগাবালী, দুমকী, দশমিনা, বাউফল ও মির্জাগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত হচ্ছে।

মেলায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মোট ৯৮টি স্টলে সরকারের উন্নয়ন কার্যক্রমের বিভিন্ন তথ্য তুলে ধরা হচ্ছে।

Bootstrap Image Preview