২০১৭ সালের ৬ এপ্রিল থেকে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মীর মসিউর রহমানসহ ৫ কর্মকর্তার বিরুদ্ধে একটি অভিযোগের অনুসন্ধান শুরু করে দুদক। এবার সেই অনুসন্ধানের স্বার্থেই তিতাসের এই ৫ কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বৃহস্পতিবার (৪ অক্টোবর) দুদকের উপপরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারীর কর্তৃক পুলিশের স্পেশাল ব্রাঞ্চের বিশেষ পুলিশ সুপার (ইমিগ্রেশন) এর কাছে পাঠানো এক চিঠিতে এ নিষেধাজ্ঞা চাওয়া হয়। সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য এ তথ্য নিশ্চিত করেন।
নিষেধাজ্ঞা প্রাপ্ত অন্যরা হলেন- তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের উপ-মহাব্যবস্থাপক এস এম আবদুল ওয়াদুদ, আবিডি-নারায়ণগঞ্জ শাখার মহা-ব্যবস্থাপক শফিকুর রহমান, ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস শাখার ব্যবস্থাপক শাহজাদা ফরাজী ও সহকারী কর্মকর্তা আবু ছিদ্দিক তায়ানী।
উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর মীর মসিউর রহমানসহ তিতাসের ৮ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে দুদক। পরে গত ১ ও ২ অক্টোবর তাদের দুদকে হাজির হতে বললেও দুদকের ডাকে হাজির হন না তারা। বরং অসুস্থতার কারণ দেখিয়ে ২ থেকে ৩ সপ্তাহ সময় চান তিতাসের কর্মকর্তারা। যেখানে তাদের ডায়াবেটিকস, হাইপারটেনশন, হাড়ের রোগ ইত্যাদি রোগের কথা উল্লেখ করে ডাক্তারি সার্টিফিকেট সংযুক্ত করা হয়। কিন্তু অভিযোগ মিলে তারা দুদকে হাজির না হয়ে অফিস করেছিলেন।