লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম মীরসরাই ও খুলশীর উদ্যোগে এবং ক্লিফটন গ্রুপের চেয়ারম্যান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরীর আর্থিক সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা, অপারেশান ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ অক্টোবর) উপজেলার ২নং হিঙ্গুলী ইউনিয়নের খীলমুরারী গ্রামের হাজ্বী মনির আহম্মেদ ইসলামিক একাডেমী প্রাঙ্গণে দিনব্যাপী এই চিকিৎসা সেবা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, লায়ন্স ক্লাব মীরসরাইয়ের পরিচালক লায়ন তাহের আহম্মদ, লায়ন্স ক্লাব মীরসরাইয়ের সাবেক সভাপতি লায়ন এজেডএম সাইফুল ইসলাম টুটুল, লায়ন্স ক্লাব মীরসরাইয়ের সভাপতি লায়ন ইলিয়াস সিরাজী, সাবেক সাধারণ সম্পাদক লায়ন মঈন উদ্দিন, বর্তমান সাধারণ সম্পাদক লায়ন রাখাল চন্দ্র নাথ, লায়ন তসলিম উদ্দিন প্রমুখ।
লায়ন্স ক্লাব মীরসরাইয়ের সাবেক সভাপতি লায়ন এজেডএম সাইফুল ইসলাম টুটুল জানান, চিকিৎসা শিবিরে ৩'শ রোগীকে চক্ষু পরীক্ষা, ২'শ রোগীকে ডায়াবেটিক শনাক্তকরণ ও ২৬ জন রোগীকে চক্ষু অপারেশন করার জন্য বাছাই করা হয়েছে।