Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বৃহস্পতিবার, আগষ্ট ২০২৫ | ২৩ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

দ্বৈত নাগরিকত্বের দায়ে ৩ বাংলাদেশিকে বেনা‌পো‌লে হস্তান্তর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০১৮, ১০:৫০ PM
আপডেট: ০৪ অক্টোবর ২০১৮, ১০:৫০ PM

bdmorning Image Preview


বেনাপোল প্র‌তি‌নি‌ধিঃ

ভারত-বাংলাদেশ দু'দেশের দ্বৈত নাগরিকত্বের দায়ে আটক তিন বাংলাদেশিকে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ।

বৃহস্পতিবার (৪ অক্টোবর) দুপু‌রে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

আটককৃতরা হলেন- কুমিল্লার লালমায় উপজেলার আলীশ্বর গ্রামের সুনীল সূত্রধরের স্ত্রী সেনেকা রানী (৩৫), সেনেকা রানীর মেয়ে সুমিতা রানী (১৫) ও ছেলে অপূর্ব (১১)।

জানা যায়ফেরত তিন বাংলাদেশি কয়েক মাস আগে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে ভারতে যায়। পরবর্তীতে তারা সেখানে ভারতীয় পাসপোর্ট তৈরি করে গত ১১ সেপ্টেম্বর বাংলাদেশে আসে।

বুধবার (৩ অক্টোবর) আবার তারা ওই ভারতীয় পাসপোর্টে দর্শনা চেকপোস্ট হয়ে ভারতে ফেরার চেষ্টা করে। এ সময় ভারতীয় ইমিগ্রেশন পুলিশ তাদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে জানতে পারে তারা একইসঙ্গে দুই দেশের পাসপোর্ট ব্যবহার করছে যাতায়াত করছে। পরে তাদের আটক করে আইনি প্রক্রিয়ায় বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

বেনাপোল ইমিগ্রেশনের উপ-পরিদর্শক (এসআই) হোসেন জানানএকটি সাধারণ ডায়েরি করে ফেরত আসা দ্বৈত তিন নাগরিককে বাংলাদেশে তাদের পরিবারের কাছে সোপর্দ করা হবে।

Bootstrap Image Preview